Last Updated: July 3, 2014 09:27

কলম্বিয়ার বিরুদ্ধে ছকে বদল এনে চমক দিতে চলেছেন ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি। বিশ্বকাপে এখনও একটাও ম্যাচ না খেলা হার্নানেনসকে মাঠে নামিয়ে বাজিমাত করতে পারেন বিগ ফিল। ডেভিড লুইজকে মাঠমাঠে খেলানোর ভাবনাচিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে স্কোলারির। নতুন চ্যালেঞ্জ। তাই নতুন ছক। সেই পথেই লুই ফিলিপ স্কোলারি। কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছকে বদল আনতে চলেছেন ব্রাজিল কোচ। প্রি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জিতলেও ব্রাজিলের খেলা মন ভরাতে পারেনি। বিশেষ করে ব্রাজিলের মাঝমাঠে একেবারেই সচল ছিল না। তাই কলম্বিয়ার বিরুদ্ধে চমক দিতে চলেছেন বিগ ফিল। মাঝমাঠ জমাট করতে স্কোলারির তুরুপের তাস হতে পারেন হার্নাননেস। বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ না খেলা এই মিডিওকেই খেলিয়েই চমক দিতে পারেন বিশ্বকাপজয়ী কোচ। বিকল্প হিসাবে ডেভিড লুইজের নামও মাথায় ঘুরপাক খাচ্ছে স্কোলারির। সেক্ষেত্রে আগের তিনটে ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে খেলা লুইজকে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে ব্যবহার করতে পারেন ব্রাজিল কোচ। ডেভিড লুইজের জায়গায় ব্রাজিল ডিফেন্সে খেলবেন দান্তে।
কলম্বিয়া ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে টটেনহ্যামের মিডফিল্ডার পউলিনহোর জোড়া গোল স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে। চিলি ম্যাচে খারাপ ফর্মের জন্য ব্রাজিলের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল পউলিনহোকে। এমনিকেই কার্ড সমস্যায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না লুইজ গুস্তাভো। তাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকান ডার্বি মাঝমাঠকে ঢেলে সাজাতে চাইছেন লুই ফিলিপ স্কোলারি।
First Published: Thursday, July 3, 2014, 09:27