Last Updated: February 13, 2014 23:36

শিয়ালদা নৈহাটি লোকাল নির্ধারিত সময় না ছাড়ায় রণক্ষেত্র হয়ে উঠল শিয়ালদা স্টেশন চত্বর। আজ রাত নটা কুড়ি মিনিটে নৈহাটি লোকাল ছাড়ার কথা থাকলেও তাছাড়েনি। এথেকেই গণ্ডগোলের সূত্রপাত।
যাত্রীদের অভিযোগ ট্রেন দেরিতে ছাড়ার ঘটনা হামেশাই ঘটে থাকে। ফলে আজকের এই নিয়েই যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে ট্রেন না ছাড়ার কারণ জানতে চান। তখনই জিআরপি তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করে বলে যাত্রীদের অভিযোগ। লাঠির আঘাতে বেশকয়েকজন আহত হন। কয়েকজনকে আটক করেছে জিআরপি।
অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে শিয়ালদা স্টেশনে।
First Published: Thursday, February 13, 2014, 23:52