Last Updated: September 26, 2013 09:07

শিয়ালদহে তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে আহত হলেন পাঁচজন। আহতদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ, সোমেন মিত্রর অনুগামী বলেই তাঁদের উপর হামলা করেছে দলের বিরোধী গোষ্ঠী। হামলার কথা অস্বীকার করেছেন অন্য গোষ্ঠীর নেতারা।
দীর্ঘদিন ধরেই শিয়ালদা স্টেশনে তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়ন রয়েছে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এলে আরও শক্তিশালী হয় এই ইউনিয়ন। কিন্তু প্রথম থেকেই মতবিরোধের জেরে কার্যত দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায় ইউনিয়ন। হকার ইউনিয়নের সদস্যদের একটা বড় অংশ সোমেন মিত্রর অনুগামী হিসেবে পরিচিত। বুধবার রাতে প্রকাশ্যে চলে আসে শিয়ালদায় তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের সেই অন্তর্দ্বন্দ্ব।
গত শুক্রবার আমহার্স্ট স্ট্রিটে রক্তদান শিবিরে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ। সেখানে হাজির ছিলেন প্রবীণ সাংসদ সোমেন মিত্রও। সেদিন সোমেন মিত্রর স্ত্রী চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক শিখা মিত্রও দলের বিরুদ্ধে সরব হন। আক্রান্তদের দাবি তাঁরা সোমেন মিত্রর অনুগামী বলেই তাঁদের উপর হামলা হয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে, শিয়ালদহ জিআরপিতে। তবে আক্রান্ত হকারদের সব অভিযোগই অস্বীকার করেছেন দলের অন্য গোষ্ঠীর নেতারা।
First Published: Thursday, September 26, 2013, 09:11