Last Updated: March 1, 2012 23:45

আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুরঞ্জন দাসের কার্যকালের মেয়াদ। পরবর্তী উপাচার্য খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি তৈরি করা হল। উপাচার্যের প্রতিনিধি হিসাবে কমিটিতে রয়েছেন পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন প্রধান অনিল কাকোদকর। ইউজিসির প্রতিনিধি হিসাবে রয়েছেন অধ্যাপক মুশিরুল হাসান, এবং সেনেট প্রতিনিধি হিসাবে রয়েছেন সমাজতত্ত্ববিদ আন্দ্রে বেতেই। বৃহস্পতিবার ছিল নবগঠিত সেনেটের প্রথম বৈঠক। সেই বৈঠক শেষেই বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন সার্চ কমিটির কথা ঘোষণা করেন। বর্তমান উপাচার্যের কাজের প্রশংসা করে রাজ্যপাল বলেন, নতুন কাউকে মনোনীত করা বা বর্তমান উপাচার্যকেই পুনরায় মনোনীত করা যায় কিনা, সবই খতিয়ে দেখবে সার্চ কমিটি।
First Published: Thursday, March 1, 2012, 23:49