সেকেনদরাবাদে হোটেল ভেঙে মৃত ১২

সেকেন্দ্রাবাদে হোটেল ভেঙে মৃত ১২

সেকেন্দ্রাবাদে হোটেল ভেঙে মৃত ১২সেকেন্দ্রাবাদে হোটেল ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। এগারোজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তুপে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে সন্দেহ উদ্ধারকারীদের। আজ সকালে আর পি রোডে একটি দোতলা হোটেল ভেঙে পড়ে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটক বহু মানুষ।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, দমকল এবং সিআইএসএফ উদ্ধারকাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুর কমিশনার জানিয়েছেন, এই এলাকায় বহু বাড়িই বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই সমস্ত বাড়ির মালিকদের নোটিস জারি করা হয়েছে। এই হোটেলটিও সে তালিকায় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুরকর্তৃপক্ষ।  





First Published: Monday, July 8, 2013, 19:17


comments powered by Disqus