Last Updated: December 29, 2013 12:58
রবিবারের দুপুরে রাঁচিতে বিজয় সঙ্কল্প সমাবেশ করতে চলছেন নরেন্দ্র মোদী। মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রি পদপ্রার্থীকে দেখার উৎসাহ রয়েছে বেশ।
এদিনের সমাবেশে হেলিকপ্টারে চেপে সমাবেশ স্থলে নামার কথা মোদীর। সভামঞ্চের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। সভামঞ্চ থেকেই হজার জনের সমাবেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদী।
পাটনায় ২৭ অক্টোবরে নরেন্দ্র মোদীর সমাবেশে নাশকতা ঘটায় সন্ত্রাসবাদীরা। বিস্ফোরণে অনেকের প্রাণ যায়। তাই এদিনের রাঁচির সভার আগে নিরাপত্তা নিয়ে আঁটসাঁট ব্যবস্থা করছে প্রশাসন।
First Published: Sunday, December 29, 2013, 12:58