Last Updated: October 10, 2011 15:49

বাবার স্বপ্ন সফল করলেন বীরেন্দ্র সেওয়াগ। হরিয়াণার ঝাঁঝরে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট অ্যাকেডেমি খুললেন তিনি। শিলানি কেশো গ্রামে তাঁর খোলা স্কুলেই অ্যাকেডেমির উদ্বোধন করলেন সেওয়াগের মা। তাঁর বাবার স্বপ্নের স্কুলে ক্রিকেট ছাড়া বিভিন্ন খেলাধুলোর সুযোগ থাকবে বলে জানিয়েছেন বীরু। আর্থিক দিক থেকে পিছিয়ে পডা বাচ্চাদের জন্যও অ্যাকেডেমির দরজা খোলা বলে জানালেন সেওয়াগ।
First Published: Monday, October 10, 2011, 15:49