শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন মোদী

শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন মোদী

শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন মোদীবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণপত্র হাসিনার হাতে তুলে দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৈঠক করেন বিদেশমন্ত্রী।

তিস্তা জলবণ্টন এবং স্থলসীমান্ত চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে যে জট তৈরি হয়েছে তা নিয়ে সুষমাকে উদ্বেগের কথা জানায় বাংলাদেশ। তবে চুক্তি রূপায়ণে ভারতের তরফে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেওয়া হয়েছে। এই দুই চুক্তি ছাড়াও বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশ ও ভিসা শিথিল করা নিয়ে দুপক্ষের কথা হয়। হাসিনার সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মেহমুদ আলির সঙ্গেও বৈঠক করেন সুষমা।ভারতের তরফে অনুপ্রবেশ সমস্যা এবং বাংলাদেশের তরফে তিস্তা জলবন্টন চুক্তি ও স্থলসীমান্ত চুক্তির মত বিষয়গুলি নিয়ে আলোচনায় হয়েছে বলে অনুমান।

First Published: Thursday, June 26, 2014, 20:01


comments powered by Disqus