অর্ধ নগ্ন প্রতিবাদ মন্ত্রীর বাড়ির সামনে

অর্ধ নগ্ন প্রতিবাদ মন্ত্রীর বাড়ির সামনে

অর্ধ নগ্ন প্রতিবাদ মন্ত্রীর বাড়ির সামনে`অভিনব` প্রতিবাদ!`শনিবার কানপুরে পাবলিক সার্ভিসে` তপশিলী জাতি ও উপজাতিদের সংরক্ষণের সরকারি সিদ্ধান্তে প্রতিবাদে একদল ছাত্র কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী প্রকাশ জয়েসওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ জানালেন। এবং প্রত্যেকেই অর্ধনগ্ন অবস্থায়!

অন্যদিকে নয়ডা, গ্রেটার নয়ডা আর যমুনা এক্সপ্রেসওয়ের শতাধিক সরকারি কর্মচারী সমগ্র উত্তর প্রদেশ জুড়ে এই বিলের বিপক্ষে চলা সরকারি কর্মচারীদের আন্দোলনকে সরাসরি সমর্থন জানালেন। শনিবার বিলটির কড়া সমালোচনা করে একটি স্মারকলিপি নয়ডার ম্যাজিস্ট্রেটের কাছে তাঁরা পেশ করেন।

First Published: Saturday, September 8, 2012, 19:19


comments powered by Disqus