করাচিতে দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর

করাচিতে দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর

করাচিতে দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরপাকিস্তানের করাচিতে গুলিবিদ্ধ হলেন বিখ্যাত সাংবাদিক হামিদ মীর। জিও নিউজের সাংবাদিক হামিদ মীর করাচি বিমানবন্দর থেকে অফিসে যাচ্ছিলেন। অফিস যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চলে। পায়ে এবং পিঠে দুটি গুলি লাগে তাঁর। মোটরবাইকে করে যাওয়ার সময় চারজন সশস্ত্র দুষ্কৃতী হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। এর আগেও তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। দুহাজার বারো সালের নভেম্বরে তাঁর গাড়ির তলায় বিস্ফোরক পাওয়া গিয়েছিল। সেবার অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছিলেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর। আহত সাংবাদিকের ভাই আমীর মীরের বক্তব্য, তালিবান এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই, দুপক্ষেরই নিশানায় ছিলেন হামিদ মীর। আজকের হামলার জন্য তিনি সরাসরি আইএসআইকেই দায়ী করেছেন।

First Published: Saturday, April 19, 2014, 20:46


comments powered by Disqus