পাকিস্তানে থানার মধ্যেই দুই কিশোরীরকে গণধর্ষণ করল পুলিস

পাকিস্তানে থানার মধ্যেই দুই কিশোরীরকে গণধর্ষণ করল পুলিস

পাকিস্তানে থানার মধ্যেই দুই কিশোরীরকে গণধর্ষণ করল পুলিস রক্ষকই দেখা দিল ভক্ষকের ভূমিকায়। পাকিস্তানের দুই কিশোরী বোনকে থানার মধ্যেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক সিনিয়র পুলিস অফিসার এবং আরও তিন পুলিস কর্মীকে গ্রেফতার করা হল।

ঘটকি জেলার খিমবরায় এক পুলিস থানায় লজ্জাজনক ঘটনাটি ঘটেছে। নিগৃহীতা কিশোরীর মা অভিযোগ করেছেন স্টেশন হাউস অফিসার আবদল্লাহ আয়ান নামের ওই পুলিস অফিসার ও তার তিন সহকারী শুক্রবার রাতে তাঁদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। এর পর ১৬ ও ১৮ বছরের তাঁর দুই মেয়েকে চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায়।

নিগৃহীতাদের মা অভিযোগ করেছেন এরপর থানার মধ্যেই তাঁর দুই কন্যাকে ২৪ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ করে ওই অফিসার ও তার সহকারী পুলিস কর্মীরা। শনিবার ওই দুই কিশোরীকে ছেড়ে দিলেও অভিযুক্তরা হুমকি দেয় এই বলে যে তাদের উপর যৌন অত্যাচারের কথা বাইরে প্রকাশ করলে ফলাফল আরও ভয়ঙ্কর হবে।

মেডিক্যাল পরীক্ষায় নিগৃহীতাদের উপর যৌন অত্যাচারের প্রমাণ পাওয়া গেছে।

গতমাসে করাচিতে এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করে তারই এক আত্মীয়। এরপর গত কয়েকদিন ধরে রোজ কিশোরী এমন কী শিশুদের উপর একের পর এক যৌন অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে।

First Published: Monday, October 14, 2013, 12:48


comments powered by Disqus