Last Updated: June 9, 2014 10:58

সত্যি সেনসেক্সের এভারেষ্ট জয়। সকালে বাজার খুলতেই বোম্বে স্টক এক্সচেঞ্চ ২৫,৬০১.০৭ সূচকে ছুঁয়ে সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। নিফটি এই প্রথম ৭৬০০ উপর ট্রেড করে। ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগ ও খুচরো বিক্রেতার অবাধ প্রবেশে এমন জোয়ার রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
মার্কেটের প্রত্যেকটি সেকটরে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিয়েলটি ও ক্যাপিটাল বাজার বেশ চাঙ্গা রয়েছে। মিডক্যাপ স্টক ইউনিটেক, স্পাইসজেট, জেপিইনফ্রা, ইন্ডিয়া সিমেন্ট বাজারে প্রথমশ্রেণীর লাভবান স্টক। এশিয়ার স্টক মার্কেট যেমন হংকং-র হ্যাং সাং ০.৭৭%, জাপানের নিকি ০.৫২% বৃদ্ধি পেয়েছে।
First Published: Monday, June 9, 2014, 10:58