Sensex at fresh high of 25,601 Nifty breaches 7,600-level

সেনসেক্সের `এভারেষ্ট জয়`, নিফটি উঠল ৭৬০০ পয়েন্টে

সেনসেক্সের `এভারেষ্ট জয়`, নিফটি উঠল ৭৬০০ পয়েন্টেসত্যি সেনসেক্সের এভারেষ্ট জয়। সকালে বাজার খুলতেই বোম্বে স্টক এক্সচেঞ্চ ২৫,৬০১.০৭ সূচকে ছুঁয়ে সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। নিফটি এই প্রথম ৭৬০০ উপর ট্রেড করে। ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগ ও খুচরো বিক্রেতার অবাধ প্রবেশে এমন জোয়ার রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

মার্কেটের প্রত্যেকটি সেকটরে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিয়েলটি ও ক্যাপিটাল বাজার বেশ চাঙ্গা রয়েছে। মিডক্যাপ স্টক ইউনিটেক, স্পাইসজেট, জেপিইনফ্রা, ইন্ডিয়া সিমেন্ট বাজারে প্রথমশ্রেণীর লাভবান স্টক। এশিয়ার স্টক মার্কেট যেমন হংকং-র হ্যাং সাং ০.৭৭%, জাপানের নিকি ০.৫২% বৃদ্ধি পেয়েছে।

First Published: Monday, June 9, 2014, 10:58


comments powered by Disqus