Sensex hits record high for fifth consecutive day

ভোট বাজারে রেকর্ড উচ্চতায় সেনসেক্স, স্বস্তিতে টাকা

ভোট বাজারে রেকর্ড উচ্চতায় সেনসেক্স, স্বস্তিতে টাকাভোটের হাওয়া লাগল শেয়ার বাজারের পালে। একের পর এক রেকর্ড গড়ছে সেনসেক্স ও নিফটি সূচক। পাল্লা দিয়ে ডলার পিছু টাকার দাম বাড়ছে। প্রায় ৮ মাস পর ১ ডলারের দাম ৬০ টাকা ছুঁল। এর আগে ২০১৩ সালের জুলাই মাসে ডলারের দাম পৌছেছিল ৫৯.৫২ টাকায়।

ভোটের দোরগোড়ায় রাহুল-মোদির তরজা যতই বাড়ছে, বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের জোয়ার ততই বাড়ছে। ব্যাঙ্ক, ধাতু, তেল, গ্যাসে ভাল বিনিয়োগ লক্ষ্য করা গেছে। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্চ ২২,২৭৩.৪৪ পয়েন্টে খুলে প্রায় ৯৩ পয়েন্ট ছোঁয়। নিফটি সূচক ৬,৬৫৮.৭৫ পয়েন্ট ছুঁয়েছে।

First Published: Friday, March 28, 2014, 13:12


comments powered by Disqus