Last Updated: January 15, 2013 13:47

আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই চাঙ্গা মুম্বই স্টক মার্কেট। কয়েক মিনিটের জন্য হলেও দু`বছর পর সেনসেক্সের সূচক ছুঁয়ে ফেলে ২০ হাজারের সীমারেখা। তবে বিশ্ব বাজার দুর্বল থাকায় ২০ হাজারের উপর দাঁড়িয়ে থাকতে পারেনি বেশিক্ষণ। নিফটি ৬ পয়েন্ট বেশি রেখে ৬০৩০ তে খুলেছে। ভারতের বৃহত্তর আইটি কোম্পানি টিসিএস অক্টোবর থেকে ডিসেম্বর কোয়াটারলি ২৬.৭% প্রফিট বুক করে। তার কারণে আইটি সেকটর যথেস্ট বুলিশ ছিল। টিসিএস, উইপ্রো একলাফে অনেক পয়েন্ট উপরে খোলে।
এশিয়ার বিভিন্ন মার্কেট ভালো থাকার কারণে সেনসেক্সের পারদ উর্দ্ধমুখী ছিল, এমনই মনে করা হচ্ছে। হংকং-এর হ্যাংসেং ০.২৬%, জাপানের নিকি ১.২৬% আপ ছিল সকাল থেকেই।
First Published: Tuesday, January 15, 2013, 13:47