Last Updated: April 10, 2014 11:20

ভোটের বাজারে দফায় দফায় গরমের পারদ বাড়ছে। সঙ্গে বাড়ছে পাল্লা দিয়ে শেয়ার বাজার। মার্কেট খেলার কিছুক্ষণের মধ্যে নিফটি ৬৮১০.৬০ ছুঁয়ে সর্বকালীন রেকর্ড গড়ে। বোম্বে স্টক এক্সচেঞ্চও ৩৫০ পয়েন্ট বেড়ে ২২৭৬৯.২০ সূচক ছোঁয়।
শেয়ার বাজার চাঙ্গা করে মোটর, ব্যাঙ্ক, ফারমা সেকটর। ডিলএফ, টাটা মোটর, বিপিসিএল, এসবিআই হল তুরপের তাস। কিন্তু হিরো মোটোকর্প, উইপ্রো, আইটিসি, টাটা স্টীল প্রায় এক শতাংশ নিচে ট্রেড করছে। ভারতীয় বাজারে বিদেশী বিনিয়োগের জোয়ার সঙ্গে ভোটের হাওয়া পালে লাগিয়ে স্টিমারে মতো ছুটছে সেনসেক্স ও নিফটি সূচক। ভোটের আগে মার্কেটে এমন গতি থাকলে বিশেষজ্ঞরা মনে করছেন নিরঙ্কুশ সরকার থাকলে ভারতীয় শেয়ার মার্কেট নতুন দিশা দেখাবে বিশ্ব বাজারকে।
First Published: Thursday, April 10, 2014, 11:20