sent xavier college

বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য কলেজ গড়বে জেভিয়ার্স

এবার দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরে বাংলা মাধ্যমের ছেলেদের জন্য কলেজ তৈরি করতে চলেছে সেন্ট জেভিয়ার্স। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। বর্ধমানেও একটি নিজেদের শাখা খোলার উদ্যোগ নিয়েছে ঐতিহ্যশালী এই কলেজ। গ্রামে গঞ্জে শিক্ষার মানোন্নয়নই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার প্রসার ও প্রচারে একাধিক উদ্যোগ নিয়েছে ঐতিহ্যশালী সেন্ট জেভিয়ার্স কলেজ। এই কাজে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য শুক্রবার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের কলকাতা শাখা সম্বর্ধনা দেয় বর্তমান অধ্যক্ষ ফাদার ফেলিক্স রাজকে। শুধু শহরেই নয় এবার গ্রামে গঞ্জেও পা বাড়াচ্ছে সেন্ট জেভিয়ার্স। দক্ষিণ চব্বিশ পরগনার রাঘবপুরে বাংলা মাধ্যমের ছেলেদের জন্য কলেজেরই একটি নতুন ক্যাম্পাস তৈরি করতে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা মাধ্যমেই কলেজে পড়াশুনা করবে পড়ুয়ারা।

আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন এই ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। বর্ধমানেও শাখা খোলার উদ্যোগ নিচ্ছে সেন্ট জেভিয়ার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এই উদ্যোগের ভুয়সী প্রশাংসা করেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরের নতুন ক্যাম্পাসটির উব্দোধন মুখ্যমন্ত্রীকে দিয়েই করাতে চাইছেন সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ।

First Published: Saturday, May 31, 2014, 11:50


comments powered by Disqus