ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সেরেনা

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সেরেনা

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সেরেনাসেরেনা উইলিয়ামসের স্বপ্নের দৌড় অব্যাহত। চলতি মরসুমে উইম্বলডন, অলিম্পিকের পর এবার ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হলেন ৩০ বছরের এই মার্কিন কৃষ্ণাঙ্গ তারকা।
রবিবার ভারতীয় সময় মধ্যরাতে বিশ্বের এক নম্বর বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ২-৬, ৬-২, ৭-৫ হারিয়ে চতুর্থ ইউএস ওপেন সিঙ্গলস খেতাব জিতে নিলেন সেরেনা। সব মিলিয়ে সেরেনার ঝুলিতে এখন ১৫টা গ্র্যান্ড স্লাম সিঙ্গলস, ১৩টা ডাবলস, ২টো মিক্সড ডাবলস, চারটে অলিম্পিক সোনার (তিনটে ডাবলসে, একটা সিঙ্গলস) খেতাব।

First Published: Monday, September 10, 2012, 08:48


comments powered by Disqus