Last Updated: January 29, 2014 17:23

বহুদিন ধরেই চুলকানির কারণ খুঁজে বেরাচ্ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে উত্তর পেলেন তাঁরা। মৃদু ব্যাথার অনুভূতিই চুলকানির জন্ম দেয়। কিছু বিশেষ নিউরন কেমিক্যাল এনপিপিবি তৈরি করে যার দ্বারা চুলকানির অনুভূতি তৈরি হয়।
গত বছর মে মাসে মলিকিউলার জেনেটিসিস্ট এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেন্টাল অ্যান্ড ক্র্যানিফোশিয়াল রিসার্চের মার্ক হুন এই তথ্য আবিষ্কার করেন। কিছু ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে তাঁদের শরীর থেকে এনপিপিবি বের করে নিলেও তাঁদের ব্যাথা বা গরমের অনুভূতি হয়। কিন্তু চুলকানির অনুভূতি হয় না। হুন জানান, "এনপিপিবি উত্পন্নকারী নিউরোনের সন্ধান খুলে দেবে নতুন রাস্তা। এই আবিষ্কার থেকেই সম্ভব হবে নতুন ওষুধ তৈরি। সিরোসিস, এগজিমা ও অন্যান্য চুলকানির জন্য কার্যকরী ওষুধ তৈরি করা যাবে এর থেকেই।"
First Published: Wednesday, January 29, 2014, 17:23