Last Updated: October 27, 2011 16:23

স্ত্রী, এক মেয়ে, ২ ছেলেকে নিয়ে ভবানীপুরের আঠেরো নম্বর নন্দন রোডে তুলিকা অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাটে থাকেন পেশায় শেয়ার ব্যবসায়ী ললিত তুলসিয়ান। দীপাবলী উপলক্ষ্যে বুধবার বাড়িতে ছিল প্রায় দশ লক্ষ টাকার হিরের গয়না। স্ত্রী বিমলা তুলসিয়ান ছাড়া এদিন বিকেলে বাড়িতে ছিল আট দিন আগে কাজে আসা সাতাশ বছরের প্রকাশ। ঘর খালি থাকার সুযোগে বিকেল সাড়ে চারটেয় সমস্ত গয়না নিয়ে পালায় সে। ঘটনার দিনই রাত আটটায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ললিতবাবু। তবে প্রকাশের কোনও ছবি এবং সঠিক ঠিকানা না থাকায় তদন্তের কাজ খুব একটা এগোয়নি।
First Published: Thursday, October 27, 2011, 23:42