প্রকাশিত হল সেটের ফল

প্রকাশিত হল সেটের ফল

প্রকাশিত হল সেটের ফলকমল সেটের পাশের হার। মঙ্গলবারই প্রকাশিত হল এবছরের কলেজ সার্ভিস কমিশনের ফল। এবছর পাশের হার ২.৬২ শতাংশ । গতবার যা ছিল ৩.৭। পাশের হার কমার পাশাপাশি এবছর অর্থনীতি, জীবন বিজ্ঞানের মতো গুরুত্বপুর্ণ বিষয়ে একজনও পরীক্ষার্থী পাশ করতে পারেননি।

সেটের ফলকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করেছেন চেয়ারম্যান। মোট ১০ হাজার ৪৪২ জনের মধ্যে এবছর পাশ করেছেন ২৭৪ জন। 





First Published: Tuesday, April 17, 2012, 21:23


comments powered by Disqus