দ্রুত ফাস্ট ট্রাক কোর্ট গঠনের পরামর্শ প্রধান বিচারপতির

দ্রুত ফাস্ট ট্রাক কোর্ট গঠনের পরামর্শ প্রধান বিচারপতির

দ্রুত ফাস্ট ট্রাক কোর্ট গঠনের পরামর্শ প্রধান বিচারপতিরমহিলাদের ওপর অপরাধ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সমস্ত হাইকোর্টগুলিকে ফাস্ট ট্রাক কোর্ট গঠনের সুপারিশ দিলেন ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবীর। দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, এই ঘটনার শুনানিতে দেরি হলেই দেশে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা বাড়বে।

১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভিডিও ক্যমেরার সামনে আদালতের কার্যবিবরণী পেশ করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। এই ঘটনায় খবর করার বিষয়ে সংবাদমাধ্যমকেও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

সোমবার আদালত চত্বরে সংবাদমাধ্যম ও উৎসাহী মানুষের ভীরের জেরে মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে দিল্লি পুলিস ধৃতদের পেশ করেত ব্যর্থ হওয়ায় এই নির্দেশ দিয়েছে আদালত।

First Published: Monday, January 7, 2013, 16:17


comments powered by Disqus