প্রেমের সাত সত্যি

প্রেমের সাত সত্যি

প্রেমের সাত সত্যি----------------------------
পার্থ প্রতিম চন্দ্র

প্রেমে নাকি সবটাই সত্যি। আবার অনেকে বলেন, প্রেম নাকি মিথ্যার আড়ালে সত্যিকে আঁকড়ে ধরা। আবার কারও মতে প্রেম হল সত্যি মিথ্যার উর্ধ্বে।

সেই যাই হোক প্রেম নিয়ে বরং সাত সত্যির কথা

১) কারও সঙ্গে তিন মাসের বেশি ক্রাশ (কিঞ্চিত্‍ ভালবাসা) থাকলে হয় সে তার প্রেমে পড়বেই অথবা আগ্রহ হারিয়ে নতুন কারও প্রেমে পড়বে।
------------------
২) কাউকে খুব পছন্দ করছেন কিন্তু বুঝতে পারছেন না সেও আপনাকে পছন্দ করেন কি না-তাহলে 'আঁখো দেখি' তে বিশ্বাস করুন--পছন্দের মানুষটার চোখের দিকে তাকান। দেখুন তো আপনার চোখে ৬ সেকেন্ডের বেশি চোখ রাখে কি না। উত্তর হ্যাঁ হলে বুঝবেন, গ্রিন সিগন্যাল। তবে হ্যাঁ এই ব্যাপরটা বেশ কয়েকবার হতে হবে। কারণ হিসাব বলে মানুষে একে অন্যের চোখের দিকে তাকায় আড়াই সেকেন্ডের মত।
---------------------------------

৩) ভালবাসায় মানুষের প্রিয় গানের কথা বুঝতে পারলে আপনি তার সম্বন্ধে অনেক কিছু বুঝতে পেরে যাবেন।
-----------
৪) কাউকে ভাললাগার ১৭ দিন পর বোঝা যায় আমরা তাকে সত্যি ভালবাসি কি না।
------
৫) প্রিয়তম মানুষের সবচেয়ে বেশি মনে থাকে হাসির কথা। তারপর তার গায়ের গন্ধের কথা।
--------------------
৬) প্রিয় মানুষের সঙ্গে সব বিষয়ে মিল থাকবে এমন কোনও কথা নেই। তবে যার জন্য নিজেকে কিছুটা আড়াল করে তার পছন্দের সঙ্গে মেলানোর চেষ্টা করি
----------------
৭) অল্প কথাতেই যার প্রতি সবচেয়ে বেশি অভিমান হয়। যার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে খুব রাগ হয়,অথচ সে এলেই সব রাগ গলে যায়।




First Published: Friday, February 14, 2014, 13:02


comments powered by Disqus