এসএফআইয়ের মহাকরণ অভিযানে বাধা পুলিসের

এসএফআইয়ের মহাকরণ অভিযানে বাধা পুলিসের

এসএফআইয়ের মহাকরণ অভিযানে বাধা পুলিসেরআইন অমান্য কর্মসূচিতে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পরে ফের সরকারের বিরুদ্ধে পথে নামল এসএফআই সহ চার বামপন্থী ছাত্র সংগঠন। কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ মহাকরণ অভিযানের ডাক দেয় এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বাম ছাত্র সংগঠনগুলির মিছিল। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় ঢোকার মুখে মিছিল আটকে দেয় পুলিস। তখন ছাত্ররা রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এরপর চারজনের প্রতিনিধিদল স্মারকলিপি দিতে মহাকরণে যায়।   

First Published: Thursday, June 13, 2013, 18:34


comments powered by Disqus