সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ছেলের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুদীপ্তর বাবা প্রণব গুপ্ত। আজ থেকে ঠিক এক মাস আগে এসএফআইয়ের আইন অমান্য কর্মসূচিতে যোগ দান করতে দিয়েছিল ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। পরে পুলিসি হেফাজতে তাঁর মৃত্যু হয়। সুদীপ্ত বাড়ি গড়িয়া সি ফাইভ বাসস্ট্যান্ডের কাছে কথায়-কবিতায়-গানে সুদীপ্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

First Published: Thursday, May 2, 2013, 12:32


comments powered by Disqus