মাজদিয়া কলেজে জয়ী এসএফআই

মাজদিয়া কলেজে জয়ী এসএফআই

মাজদিয়া কলেজে জয়ী এসএফআইমাজদিয়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদ-ছাত্র পরিষদ জোটকে হারিয়ে নির্বাচনে জয়ী হল এসএফআই। ফলপ্রকাশের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্ত্বরে। স্থানীয় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এসএফআই সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন ৪ জন। গত ৭ জানুয়ারি ওই কলেজেই অধ্যক্ষ নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় ৩ জন এসএফআই সমর্থককে। ২৮ দিন জেলে থাকার পর হাইকোর্ট জামিন পান ওই তিন ছাত্র।

মাজদিয়া কলেজের পাশাপাশি রায়গঞ্জে সুরেন্দ্রনাথ কলেজেও জয়ী হয়েছে এসএফআই। এসএফআইয়ের জয়ে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।  








First Published: Friday, February 17, 2012, 21:45


comments powered by Disqus