Last Updated: November 2, 2011 19:11

এসএফআই-এর সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। বৃহষ্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএমের দলীয় কার্যালয়ে এক বৈঠকে একথা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গতকালই ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে সুব্রত বক্সির নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সুব্রত বক্সির বিরুদ্ধে যিনি লড়াইয়ে নেমেছেন সেই বাম প্রার্থী ঋতব্রত বন্দোপাধ্যায় কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে নবীন প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার কথা এর আগে অনেকবারই বলেছে সিপিআইএম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে দলের এই সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
First Published: Friday, November 4, 2011, 17:12