Last Updated: January 30, 2012 23:05

বলিউডের টিনসেল শহরে বন্ধুত্বের সম্পর্ক যে খুবই `আনপ্রেডিক্টেবল` সে প্রমাণ আমরা একাধিকবার পেয়েছি। এবারে স্থান-কাল-পাত্র বদলে গিয়ে জুহুতে সঞ্জয় দত্তের পার্টি হয়ে উঠল রণক্ষেত্র।
শাহরুখের এককালীন অভিন্ন-হৃদয় বন্ধু ফারহা খানের সঙ্গে তাঁর ক্ষয়িষ্ণু সম্পর্কের কফিনে শেষ পেরেকটি বসা বাকি ছিলও। রবিবার রাতে সঞ্জুবাবার পার্টিতে সেই শেষ কাজটিও দ্রুত সম্পন্ন করলেন বাদশা স্বয়ং।
ফারহার স্বামী, পরিচালক শিরীষ কুন্দেরের সঙ্গে প্রথমে বচসা এবং সেখান থেকে একপ্রস্থ হাতাহাতি করে ফারহার সঙ্গে তাঁর একদা বন্ধুত্বে আপাতত যবনিকা টানলেন তিনি। ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠানের পর সঞ্জয় দত্তের পার্টিতে আসেন শাহরুখ। সেখানেই লাউঞ্জে শিরীষের সঙ্গে বিতণ্ডায় জড়ান বাদশা। সেই বচসা খুব দ্রুত হাতাহাতিতে গড়ায়।
ঘটনার পরে, সাংবাদিকদের কাছে ফারহা খান জানান, সঞ্জয় দত্তের পার্টিতে তাঁর স্বামী শাহরুখ এবং তাঁর ৩ দেহরক্ষীর হাতে নিগৃহীত হয়েছেন। সূত্রে খবর, শাহরুখের ছবি, রা.ওয়ান নিয়ে শিরীষের ট্যুইট না-পসন্দ হওয়ায় বচসা শুরু হয় তাঁদের দুজনের মধ্যে।
পরে, সঞ্জুবাবার হস্তক্ষেপে নিষ্পত্তি ঘটে এই ঝামেলার। শাহরুখ অবশ্য মিডিয়ার সামনে হাতাহাতির ঘটনা অস্বীকার করেছেন।
First Published: Monday, January 30, 2012, 23:05