Last Updated: October 2, 2011 15:24

সচিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার চব্বিশ ঘণ্টার মধ্যেই ডিগবাজি খেলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। করাচি থেকে পাক অল রাউন্ডার জানান,তিনি কখনই সচিনের
শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলেননি। তিনি শুধুমাত্র একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। উনিশো নিরানব্বই সালে ইডেন টেস্টে শোয়েবের গতি সমস্যায় ফেলেছিল মাস্টার ব্লাস্টারকে। কোন
রান না করেই প্যাভিলিয়ানে ফিরতে হয়েছিল সচিনকে। শনিবারের বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে আফ্রিদি জানান,ইডেন টেস্টের পর আর কখনই শোয়েবকে রেহাত করেননি সচিন।
দুহাজার তিন সালের বিশ্বকাপের ঘটনা প্রত্যেকেরই জানা।
First Published: Sunday, October 2, 2011, 15:24