Last Updated: November 7, 2011 22:00

সম্প্রতি অবসর ভেঙ্গে পাক দলে ফিরেছেন শাহিদ আফ্রিদি। দলে ফিরে কখনও প্রাক্তন পিসিবি প্রধান ইজাজ বাটের সমালোচনা করেছেন। কখনও আবার জানিয়েছেন বুকি মাজহার মাজিদ তাঁর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। আফ্রিদির একাধিক মন্তব্যকে ঘিরে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক এবং কোচ ওয়াকার ইউনুস। আফ্রিদিকে মুখ বন্ধ রেখে খেলার দিকে নজর দিতে বললেন তিনি।
First Published: Monday, November 7, 2011, 22:04