Last Updated: October 26, 2013 19:42

ভারতের অতিবিত্তশালীদের তালিকায় জায়গা করে নিলেন। যাঁদের ব্যক্তিগত সম্পত্তি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান বা তার অধিক তাঁরাই এই তালিকায় ঠাঁই পান।
রেড চিলিজ এন্টারটেনমেন্টের অন্যতম মালিক কিং খানের বর্তমান ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট অনু্যায়ী তাঁর স্থান ১১৪।
এই বছর ভারতের অতিবিত্তশালীদের প্রথম ১০০জনের মিলিত সম্পত্তির পরিমাণ ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এর পরিমাণ ছিল ২২১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
এই বছরও ব্যক্তিগত ১৮.৯বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে আছেন লক্ষ্মী মিত্তল। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৫.৯ বিলিয়ন মার্কিন ডলার। সান ফার্মাসিউটিকলের দিলীপ সাংভি সবাইকে অবাক করে দিয়ে গত বছরের থেকে নিজের সম্পত্তির পরিমাণ ৬৬% বাড়িয়ে এই তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন।
গতবছর অতিবিত্তশালীদের তালিকায় মোট ১০১জন ছিলেন। এই বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪১।
First Published: Saturday, October 26, 2013, 19:42