Last Updated: May 18, 2012 12:10

পাঁচ বছরের জন্য ওয়াংখেড়েতে কিং খানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল এমসিএ। শুক্রবার সকালে এমসিএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে কলকাতা-মুম্বই ম্যাচের পর ওয়াংখেড়েতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। বুধবারের ঘটনার পর ওয়াংখেড়েতে প্রবেশের ক্ষেত্রে শাহরুখ খানকে আজীবন নিষিদ্ধ করা হবে কিনা সেই নিয়ে শুক্রবার সকালে বৈঠকে বসেন এমসিএ কর্তারা। বৈঠকের শেষে এমসিএ-র তরফে জানানো হয়, তদন্তে প্রমাণিত হয়েছে শাহরুখের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বুধবার রাতে দুর্ব্যবহার করেছিলেন কিং খান। তার জেরেই তাঁকে ৫ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এমসিএ।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেন, "যাঁরা অভিযোগ করছেন তাঁদের নিজেদের ব্যবহার নিয়ে সচেতন হওয়া উচিত। নিরাপত্তার নামে শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করা যায় না। প্রথমে ওঁরাই (ওয়াংখেড়ে কর্তৃপক্ষ) শিশুদের সঙ্গে অভব্য আচরণ করে। ওঁদেরই ক্ষমা চাওয়া উচিত।" শাহরুখ আরও বলেন, "যেকোনও ব্যক্তিকে মদ্যপ বলে দেওয়া খুব সহজ।" সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টই জানান, ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন না। তিনি আরও জানান, খেলা চলাকালীন তিনি মাঠে ছিলেন না। তাঁর ছেলে, মেয়ে এবং তাদের বন্ধুদের মাঠ থেকে আনতে গিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর বাচ্চারা মাঠের ধারে খেলছিল। সেই সময় কিছু নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন শাহরুখ। একটি মেয়েকে ধাক্কাও মারা হয় বলে জানান তিনি। দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীদের সংযত হতে বলেন। এরপরেই এমসিএ`র কিছু কর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্তাদের মধ্যে একজন মারাঠি ভাষায় আপত্তিকর মন্তব্য করেন বলেও কিং খানের অভিযোগ। তবে তিনি নিজে যে উত্তেজিত ছিলেন সেকথা স্বীকার করেন শাহরুখ।
বুধবার ওয়াংখেড়েতে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফ-এ প্রায় পাকা জায়গা করে নেয় শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে অনেক রাতে শিশুদের নিয়ে মাঠে যান তিনি। অত রাতে তাঁকে মাঠে ঢুকতে বাধা দিলে এমসিএ এবং বিসিসিআই আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কিতে জডিয়ে পড়েন শাহরুখ।
First Published: Friday, May 18, 2012, 12:10