Last Updated: November 1, 2011 23:21

পার্সি ভাষায় শাহরুখ শব্দের অর্থ `বাদশার মুখ`। নামের বাস্তবায়নে এমন সফল ব্যক্তিত্ব সচরাচর দেখা যায় না। সিনেমা থেকে ক্রিকেট, টেলিভিশন থেকে ফর্মুলা ওয়ান, বাদশাহী বিচরণ তাঁর সর্বত্র। এহেন বলিউড সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি পা দিচ্ছেন ৪৭-এ। রা.ওয়ান-এর আকাশছোঁয়া বাণিজ্যিক সাফল্যের পর নিজের পরিবারের সাথে বিশ্রামে জন্মদিন কাটাতে চান তিনি। বাদশার এই বিশেষ দিনে আমাদের একরাশ শুভেচ্ছা।
First Published: Thursday, November 3, 2011, 12:53