পুনমের `শুভেচ্ছা-চিত্রে` নিষ্পৃহ বাদশা

পুনমের `শুভেচ্ছা-চিত্রে` নিষ্পৃহ বাদশা

পুনমের `শুভেচ্ছা-চিত্রে` নিষ্পৃহ বাদশাআসমুদ্রহিমাচল থেকে আসা বিজয়োৎসবের জয়মাল্য সাদরে গ্রহণ করলেও পুনমের শরীরী শুভেচ্ছাকে সযত্নেই সরিয়ে রাখলেন কেকেআর-কর্ণধার শাহরুখ `বাদশা` খান। কেকেআর-এর আইপিএল জয়ের খুশিতে নিজের নিরাবরণ ছবি টুইট করেছিলেন পুনম পাণ্ডে।

"প্রত্যেকেরই আনন্দ প্রকাশের আলাদা ভাষা রয়েছে। ভারত ওয়ার্ল্ড কাপ জয়ের পরে আমার বন্ধুরা গাড়িতে পতাকা লাগিয়ে মিছিল করেছে। কেকেআর জয়ের পরে আমি ডিগবাজি খেয়েছি।" সেকারণেই পুনমের শরীরী ভাষায় আনন্দ প্রকাশকে এড়িয়ে যেতে চাইলেন কিং খান।

গত রবিবারে চেন্নাই সুপার কিংসসের হারিয়ে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই পুনম টুইট করেন "যে টিমকেই আমি সাপোর্ট করি তারাই জেতে... তাই কথা মতো খুব তাড়াতাড়ি ছবি (তাঁরই নগ্ন ছবি) আসছে।" এর কিছু পরেই কেবলমাত্র কালো স্টিলেটো পরে বিবসনা পুনমের ছবি দেখা যায় টুইটারে। তারপর থেকে প্রায় আড়াই লক্ষ `ভিউ` হয় ওই ছবির।

First Published: Thursday, May 31, 2012, 14:08


comments powered by Disqus