Last Updated: April 8, 2013 18:12

খান কলহ যখন চরমে ঠিক তখনই পাশাপাশি বাস করতে চলেছেন সলমন-শাহরুখ। ইতিমধ্যে মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্রান্ডে কিং খান নিজের বিলাসবহুল বাংলো মন্নত গড়ে তুললেও এতদিন পরিবারের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিজের এক কামরার ফ্ল্যাটেই থাকতেন সলমন। তবে এবার নিজের জন্য নতুন বাড়ি খুঁজছেন সল্লু। শোনা যাচ্ছে তাঁর নতুন বাড়ি নাকি হতে চলেছে শাহরুখের বাড়ির খুব কাছেই।
সলমনের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, "গত দু`দশক ধরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এক কামরার ফ্ল্যাটেই থাকতেন সলমন ভাই। এখন তাঁর অনেকগুলো পোষ্য রয়েছে, জিনিসপত্রও প্রচুর বেড়েছে, তাই বড় বাড়ির প্রয়োজন। খুব তাড়াতাড়ি নতুন বাড়ি সাগর রেশমে চলে যাবেন সলমন। যেটা মন্নতের ঠির দুটো বাড়ি পরে।" সূত্রে খবর ১০০ কোটি টাকায় এক গুজারাতি পরিবারের থেকে সাগর রেশম কিনছেন সলমন।
সাগর রেশমের এক বাসিন্দা জানিয়েছেন মাত্র দুবার ওই বাড়িতে গিয়েছিলেন সলমন। তাতেই সল্লু মিঞার মনে ধরেছে সাগর রেশম। বাড়িওয়ালর সঙ্গে চুড়ান্ত চুক্তিও করে ফেলেছেন ইতিমধ্যেই।
First Published: Monday, April 8, 2013, 18:12