ব্রাজিল বিশ্বকাপ থিম সঙে ফিরলেন শাকিরা, ওয়াকা ওয়াকার পর এবার লা লা লা

ব্রাজিল বিশ্বকাপ থিম সঙে ফিরলেন শাকিরা, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'লা লা লা'

ব্রাজিল বিশ্বকাপ থিম সঙে ফিরলেন শাকিরা, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'লা লা লা'ওয়াকা ওয়াকা-র পর এবার `লা লা লা`। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মাতিয়ে দেওয়া শাকিরা এবার গান গাইবেন ব্রাজিল বিশ্বকাপের জন্য। জেনিফার লোপেজের-পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সঙ আত্মপ্রকাশ করেছেন। সেই থিম সঙের নাম `ইউ আর ওয়ান`। পিটবুল-ক্লদিয়া লিটে-জেনিফার লোপজের সেই গানটি মন জিতলেও শাকিরার ওয়াকা-ওয়াকা জনপ্রিয়তার কাছাকাছি যেতে পারেনি। তাই ফিরলেন শাকিরা। ফিরে এলেন `ওয়াকা-ওয়াকা টু` `লা লা লা`-এর মাধ্যমে।



৩৭ বছরের এই কলম্বিয়ান পপ তারকা নিজের এই গান নিজেই লিখেছেন। এই গানের ভিডিওতে আছেন শাকিরার ছেলেও। শাকিরার এই গানটি তাঁর অ্যালবাম `ক্যান নট রেমেম্বার টু ফরগ্যাট ইউ ( `Can`t Remember To Forget You` )`-এর। পাঁচ বছর পর এটাই শাকিরার কামব্যাক অ্যালবাম।
জোলো-র প্রথম অফিসিয়াল ব্রাজিল বিশ্বকাপ সং

First Published: Sunday, March 23, 2014, 13:01


comments powered by Disqus