Last Updated: March 20, 2014 11:41
মুম্বইয়ের শক্তি মিলে চিত্রসাংবাদিকের গণধর্ষণকাণ্ডে ৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। আজ মুম্বইয়ের একটি নিম্ন আদালত গত বছরের গণধর্ষণকাণ্ডের রায় দান করে।
গত বছর ২২ অগস্ট মুম্বইয়ের শক্তি মিলে ছবি তুলতে গিয়ে ধর্ষীত হন ২৩ বছরের এক চিত্র সাংবাদিক। ঐ ঘটনায় পাঁচ অভিযুক্ত- বিজয় যাদব, কাশিম বাঞ্জারি, সেলিম আনসারি, সিরাজ রহমান ও এক নাবলককে গ্রেফতার করা হয়েছে।
তাঁদের গ্রেফতারের ৭২ ঘণ্টা পর জানা যায় ধৃতদের মধ্যে ৩ জন ৩১ জুলাইও ওই তরুণীকে ধর্ষণ করে। অক্টোবরে চারজনের বিরুদ্ধে ৩৬২ পাতার চার্জশিট পেশ করা হয়।
First Published: Thursday, March 20, 2014, 13:10