চলে গেলেন `মানুষ কম্পুটার` শকুন্তলা দেবী

চলে গেলেন `মানুষ কম্পুটার` শকুন্তলা দেবী

 চলে গেলেন `মানুষ কম্পুটার` শকুন্তলা দেবী চলে গেলেন কিংবদন্তী গণিতজ্ঞ শকুন্তলা দেবী। মুখে মুখে গণনা করার অনন্য ক্ষমতার কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন `মানুষ কম্পুটার` নামে। রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮০বছর।

কয়েক সপ্তাহ আগে শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর এরপর তাঁর হার্ট ও কিডনিতেও সমস্যা তৈরি হয়।

অসাধারণ প্রতিভার জেরে এই যথার্থ `প্রডিজি` জায়গা করে নিয়েছিলেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। `ফান উইথ নাম্বারস`, `অ্যাস্ট্রোলজি ফর ইউ`, `পাজল টু পাজল ইউ`, `ম্যাথবিল্ট` নামের বিখ্যাত বই তাঁর রচনা। মুহূর্তের মধ্যে তিনি বলে দিতে পারতেন গত শতাব্দীর যে কোনও তারিখ সপ্তাহের কোন দিন হবে।

খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শকুন্তলা দেবী। তাঁর বাবা সার্কাসে ট্রাপিজের খেলা দেখাতেন। খুব ছোট বেলাতেই অঙ্কে তাঁর অসাধারণ ক্ষমতা প্রকাশ পায়। বিশ্বের বিখ্যাত বিশ্ববিধ্যালয় গুলিতে বহু বার তিনি তাঁর ক্ষমতার পরিচয় দেন। ১৯৮০-তে দুটি ১৩টি ডিজিট সম্পন্ন নম্বরের গুণফল মাত্র ২৮ সেকেন্ডের মধ্যে মুখে মুখে করে তাক লাগিয়ে দেন সারা বিশ্বকে।






First Published: Monday, April 22, 2013, 11:26


comments powered by Disqus