সানি আমাকে নকল করেছে, দাবি প্লেবয় মডেল শান্তির

সানি আমাকে নকল করেছে, দাবি প্লেবয় মডেল শান্তির

সানি আমাকে নকল করেছে, দাবি প্লেবয় মডেল শান্তির সানি লিওন নাকি তাঁকে নকল করেন। এমনই দাবি করেছেন প্লেবয় গার্ল শান্তি ডায়নামাইট। সানির গান বেবিডলের পোস্টারে তাঁকে নকল করেছেন সানি বলে দাবি করেছেন শান্তি।

ইন্দো-গ্রিক পর্নস্টার শান্তি ডায়নামাইট ব্রিটেনে অ্যাডাল্ট চ্যাট শো সঞ্চালনা করেন। বলিউডে পা রাখার স্বপ্নও রয়েছে শান্তির। বলেছেন, "আমাকের অনেকেই ফোন করে জানিয়েছেন সানি লিওনের বেবিডল ভিডিও দেখতে। সানি আমাকে নকল করেছে পোস্টারে। দেখেই অবাক হয়ে গেছি আমি। জনপ্রিয়তা পাওয়ার জন্য কাউকে নকল করা খুব বিরক্তিকর।"

সাংবাদিকদের সামনে বেবিডলের পোস্টারও তুলে ধরেছেন শান্তি। "এই পোস্টারে আমার একটি কনসেপ্ট হুবুহু নকল করা হয়েছে," বলেন শান্তি।

First Published: Tuesday, March 18, 2014, 23:37


comments powered by Disqus