Last Updated: October 3, 2011 19:37

শারদোত্সবে উত্কর্ষের স্বীকৃতি চব্বিশ ঘণ্টার শারদ অনন্য সম্মান।
শিল্পশৈলী থেকে পরিবেশ, প্রতিমা থেকে আলোকসজ্জা, সবদিক যাচাই করেই বেছে নেওয়া হয়েছে সেরা বারোয়ারি ও সেরা আবাসনের পুজোগুলিকে।
এ বছর শারদ অনন্য সেরা বারোয়ারির সেরার সেরা পুরষ্কার পেয়েছে সুরুচি সংঘ,বালিগঞ্জ কালচারাল ও তেলেঙ্গাবাগান।
বিশেষ পুরষ্কার পেয়েছে রামলালবাজার সর্বজনীন। বিশেষ জুরি পুরষ্কার পেয়েছে বাবুবাগান।
এবছর শারদ অনন্য সেরা আবাসনের পুজোয় সেরার সেরা পুরষ্কার জিতে নিয়েছে গল্ফগ্রিন শারদোত্সব, সল্টলেকের লাবনি এবং টলি গার্ডেন্স।
বিশেষ পুরষ্কার পেয়েছে টালিগঞ্জ কীর্তি অ্যাপার্টমেন্ট।
First Published: Monday, October 3, 2011, 21:38