মুম্বই ক্রিকেটের পাওয়ার ফিরে পেয়ে এবার বোর্ডে শ্রীনিকে অস্বস্তিতে ফেলতে আসছেন পওয়ার

মুম্বই ক্রিকেটের পাওয়ার ফিরে পেয়ে এবার বোর্ডে শ্রীনিকে অস্বস্তিতে ফেলতে আসছেন পওয়ার

Tag:  Sharad Pawar
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে শরদ পওয়ারের ফেরার পথ প্রায় পরিষ্কার হয়ে গেল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হতে চলেছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। এমসিএ নির্বাচনে সভাপতি পদে পওয়ারের বিপক্ষে প্রার্থী ছিলেন গোপীনাথ মুন্ডে। কিন্তু মুম্বইয়ের বাসিন্দা না হওয়ার কারণে বৃহস্পতিবার গোপীনাথ মুন্ডের মনোনয়ন বাতিল হয়ে যায়। মনোনয়ন বাতিল করে দেন নির্বাচনী পর্যবেক্ষক। আর এরপরই শরদ পওয়ারের জয় নিশ্চিত হয়ে যায়।

শুক্রবার এমসিএ-র নির্বাচন। সরকারিভাবে শরদ পওয়ার এমসিএ-র সভাপতি ঘোষিত হলেই তিনি বিসিসিআইয়েও ঢুকে পড়বেন। বিসিসিআইয়ে পওয়ারের এই কামব্যাকে যখন বিরোধীরা উচ্ছ্বসিত ঠিক তখনই কিন্তু ফের অস্বস্তিতে  বর্তমান বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। ইতিমধ্যেই বোর্ডের অভ্যন্তরে শুরু হয়ে গেছে শ্রীনিকে চাপে ফেলার প্রক্রিয়া। শ্রীনির বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বোর্ডের এক শীর্ষ কর্তা।

First Published: Thursday, October 17, 2013, 13:58


comments powered by Disqus