দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার

দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার

দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার------------------------
কম সমালোচনা হয় না তাঁকে নিয়ে। কেউ বলেন গ্ল্যামারের জন্যই তিনি প্রচারের আলো পান। সেই সমালোচকদের আবার জবাব দিলেন মারিয়া শারাপোভা। জীবনের সবচেয়ে খারাপ সময় কাটিয়ে দু বছর পর গ্র্যান্ডস্লাম জিতলেন শারাপোভা। ফের সেই প্রিয় লাল সুড়কির কোর্টে। শনিবার ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে জীবনের পঞ্চম গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন মাশা। খেতাবি লড়াইয়ে রাশিয়ান টেনিস সুন্দরী ৬-৪,৬-৭,৬-৪ জিতলেন। গতবার ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে খেতাব জেতা হয়নি ২৭ বছরের ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার শারাপোভার।

কাপ জয়ের পর বললেন, ফাইনালে এটাই আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন জয়।


পরপর তিনবার ফরাসি ওপেনের ফাইনালে খেলতে নেমে শারাপোভা শুরু থেকেই বেশ আক্রমণত্মক টেনিস খেলছিলেন। তবে দ্বিতীয় সেটে টাইব্রেকারে হারের পর কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন। শেষ অবধি অবশ্য সঠিক সময়ে জ্বলে ওঠে ম্যাচ বের করে নেন। এবারের প্রতিযোগিতার কোর্য়ার্টার ফাইনাল থেকেই শারাপোভা পিছিয়ে থেকে দুরন্ত ভাবে লড়াই করে ম্যাচ জিত থিলেন। ফাইনালে কিছুটা ব্যতিক্রম হল।

দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার
যে পাঁচটি গ্র্যান্ডস্লাম শারাপোভা জিতেছেন--
অস্ট্রেলিয়ান ওপেন ২০০৮
ফরাসি ওপেন ২০১২,২০১৪
উইম্বলডন ২০০৪
ইউ এস ওপেন ২০০৬ দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার

যে পাঁচটি গ্র্যান্ডস্লাম শারাপোভা জিতেছেন--
অস্ট্রেলিয়ান ওপেন ২০০৮
ফরাসি ওপেন ২০১২,২০১৪
উইম্বলডন ২০০৪
ইউ এস ওপেন ২০০৬ দ্বিতীয় ফরাসি ওপেন জিতে কোর্টে কান্না, কোচকে `জাদু কা ঝাপ্পি` মাশার

যে পাঁচটি গ্র্যান্ডস্লাম শারাপোভা জিতেছেন--
অস্ট্রেলিয়ান ওপেন ২০০৮
ফরাসি ওপেন ২০১২,২০১৪
উইম্বলডন ২০০৪
ইউ এস ওপেন ২০০৬

First Published: Sunday, June 8, 2014, 20:05


comments powered by Disqus