একটা গেম খুইয়েই শেষ আটে শারাপোভা

একটা গেম খুইয়েই শেষ আটে শারাপোভা

একটা গেম খুইয়েই শেষ আটে শারাপোভামারিয়া শারাপোভাকে রোখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা যেরকম খেলছেন তা দেখে অনেকে বলতে শুরু করেছেন এরকম টেনিস শেষ কবে কে খেলেছেন সেটা মনে পড়ছে না। কোয়ার্টার ফাইনালে অবধি উঠতে রাশিয়ার এই টেনিস সুন্দরী হারিয়েছেন মাত্র পাঁচটি গেম! অথচ শেষ আটে ওঠার পথে মাশার প্রতিপক্ষের তালিকায় ছিল ভেনাস উইলিয়ামসের মত খেলোয়াড়।

প্রথম দুটো ম্যাচে কোনও গেম না খোয়ানো শারাপোভা আজ রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে হারালেন বেলজিয়ামের কার্স্টেন ফিলপকিন্সকে। পুরো ম্যাচে খোয়ালেন মাত্র দুটি গেম। টেনিসের গ্ল্যামার গার্ল জিতলেন ৬-১, ৬-০। তৃতীয় রাউন্ডে ভেনাসের বিরুদ্ধে শারাপোভা জিতেছিলেন ৬-১, ৬-৩। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শারাপোভার খেলবেন স্বদেশীয় একাট্রিরানা মাকারোভার বিরুদ্ধে।

মহিলাদের সিঙ্গলসে অঘটন বলতে আনা ইভানোভিচের বিদায়। ত্রয়োদশ বাছাই আনাকে হারালেন চতুর্থ বাছাই আন্দ্রেস্কা রোদোনাস্কা। চিনের না লি কোয়ার্টার ফাইনালে উঠলেন। পুরুষদের সিঙ্গলসের শেষ আটে উঠেছেন টমাস বার্ডিচ, ডেভিড ফেরারে, নিকোলাস আলমারগো।

First Published: Sunday, January 20, 2013, 16:11


comments powered by Disqus