Last Updated: February 21, 2013 12:31

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শর্মিলা ঠাকুর। যেতে পারলেন না চেন্নাইতে মনসুর আলি খান পতৌদি মেমোরিয়ালের উদ্বোধনী বক্তৃতায়। হাসপাতাল থেকেই দুঃখপ্রকাশ করে শর্মিলা বলেন, "চেন্নাইতে না যেতে পারার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়েছি আমি। একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছি। আমার পক্ষে কোনওভাবেই চেন্নাইতে যাওয়া সম্ভব ছিল না"। আশালোক নার্সিংহোমে ভর্তি রয়েছেন শর্মিলা।
পতৌদি পরিবারের কেউই থাকতে পারেননি চেন্নাইয়ের অনুষ্ঠানে। `বুলেট রাজা` ছবির শুটিং নিয়ে ব্যস্ত সইফ। সোহা রয়েছেন `সাহেব, বিবি অওর গ্যাংস্টার` ছবির ইউনিটে। সাবাও নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। শর্মিলা বলেন, "আমিই একমাত্র যেতে পারতাম। কিন্তু অসুস্থ হয়ে পড়লাম। সত্যিই হতাশ লাগছে"।
First Published: Thursday, February 21, 2013, 12:31