সিনেমার শ্যুটিংয়ে আহত শাহরুখ খান

সিনেমার শ্যুটিংয়ে আহত শাহরুখ খান

সিনেমার শ্যুটিংয়ে আহত শাহরুখ খান---------------------------------------
সিনেমার শ্যুটিং চলাকালীন আহত হলেন শাহরুখ খান। `হ্যাপি নিউ ইয়ার` -সিনেমার এক গানের শ্যুটিংয়ের সময় আহত হওয়া শাহরুখকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। ডাক্তাররা অবশ্য জানিয়েছেন, শাহরুখের চোট তেমন গুরুতর নয়।

মুম্বইয়ে ফারহা খানের `হ্যাপি নিউ ইয়ার` -সিনেমার শ্যুটিং চলছিল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেল। হঠাত্‍ই শ্যুটিংয়ের কিছু ভারী জিনিসপত্র নায়ক শাহরুখের উপর এসে প়ড়ে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন বলিউডের বাদশা।

সূত্রের খবর সেই সময় একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের সময় হোটেলের দরজা ভেঙে তাঁর গায়ের ওপর পড়ে৷ হাতে এবং মুখে চোট পান শাহরুখ৷ শরীর থেকে রক্ত বেরোতে থাকে।

ফারহা খান এই বিষয়ে বলেছেন, "শাহরুখ এখন ভালই আছেন। আশা করব খুব তাড়াতাড়ি আবার কাজ শুরু করবেন।" যদিও কিং খানের ভক্তরা এখনও চিন্তামুক্ত হতে পারছেন না।

First Published: Thursday, January 23, 2014, 19:59


comments powered by Disqus