Last Updated: October 20, 2012 17:05

পুজোর সাজে সেজে উঠছে শোভাবাজার রাজবাড়ি। সন্ধ্যা নামলেই দেবীর অধিবাস। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত গোটা পরিবার। এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা।
পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের পক্ষ নিয়েছিলেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব। সেই জয় উদযাপন করতে দুর্গাপুজোর সূচনা হয় শোভাবাজার রাজবাড়িতে । এমন জাঁকজমকের দূর্গা পুজো আগে কোলকাতায় হয়নি। সেই ঐতিহ্য মেনে আজও পুজো হয়ে চলেছে শোভাবাজার রাজবাড়িতে।
ষষ্ঠীর দিন বোধনে দুবার পুজো হয় এই রাজবাড়িতে। একটি পুজো হয় সকালে। বিকেলেই প্রথা মেনে দেবীর বোধন হয়। দেবীকে পরানো হয় স্বর্ণালঙ্কার।
শোভাবাজার রাজবাড়িতে দেবীকে অন্নভোগ দেওয়া হয় না। এখানে দেবীকে মিঠাই ভোগ দেওয়া হয়। ভিয়েন ঘরে জোর কদমে সকলে ব্যস্ত নানা রকমের মিষ্টি তৈরি করতে।
ঝাড়বাতির আলো আর ঐতিহ্যের রোশনাইয়ে দেবী আরাধনার জন্য প্রস্তুত শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান।
First Published: Saturday, October 20, 2012, 17:05