বিস্ফোরক ব্লাটার, জানালেন কাতারে ২০১২ বিশ্বকাপ আয়োজনে চাপ ছিল ইউরোপীয় রাজনীতিবিদের

বিস্ফোরক ব্লাটার, জানালেন কাতারে ২০১২ বিশ্বকাপ আয়োজনে চাপ ছিল ইউরোপীয় রাজনীতিবিদের

বিস্ফোরক ব্লাটার, জানালেন কাতারে ২০১২ বিশ্বকাপ আয়োজনে চাপ ছিল ইউরোপীয় রাজনীতিবিদের মরু শহর কাতারে ২০১২ ফুটবল বিশ্বকাপের আয়োজনে, রাজনীতিবিদদের চাপের কাছে নতি স্বীকার ফিফার। এই বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন খোদ ফিফা সভাপতি শেপ ব্লাটার। তাঁর অভিযোগ কাতারে বিশ্বকাপের আয়োজনের জন্য ফিফা সদস্যদের উপর চাপ দিয়েছিলেন ইউরোপিয়ান রাজনীতিবিদরা। তাঁদের কাতারের সঙ্গে আর্থিক স্বার্থ জড়িয়ে থাকার ফলে ফিফার সদস্যদের কাতারের পক্ষে ভোট দিতে বলা হয়েছিল বলে জানিয়েছেন ব্লাটার।

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং কাতারের এক শীর্ষ  রাজনীতিবিদের সঙ্গে উয়েফা প্রধান মিশেল প্লাতিনি দেখা করেছিলেন বলে কয়েকদিন আগে নিজেই স্বীকার করেছিলেন।
 

First Published: Saturday, September 21, 2013, 19:06


comments powered by Disqus