Last Updated: January 25, 2013 17:11

গভীর রাজনৈতিক সঙ্কটে পড়ে গেল কর্ণাটক। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার অনুগামী ১৩ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ল জগদীশ শেট্টার সরকার। রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজ মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে চৌঠা ফেব্রুয়ারি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে শমন দিলেন।
ভরদ্বাজ জানিয়েছেন ``আমি ইতিমধ্যেই এই সরকারকে আগামী ৪ ফেব্রুয়ারি বাজেট ইস্যুতে শমন দিয়েছি। কিন্তু যদি ইতিমধ্যে আমি মনে করি এই সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে, সেক্ষেত্রে সরকারকে তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।``
অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দেখা করে শেট্টার দাবি করেছেন তাঁর সঙ্গে প্রয়োজনীয় বিধায়কের সমর্থন রয়েছে। বিধানসভায় তিনি গরিষ্ঠতার প্রমাণ দিতে পারবেন।
First Published: Friday, January 25, 2013, 17:31