ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকালেও বিশ্বরেকর্ড হল না ধাওয়ানের

ওয়ানডেতে ডবল সেঞ্চুরি হাঁকালেও বিশ্বরেকর্ড হল না ধাওয়ানের

ওয়ানডেতে ডবল সেঞ্চুরি হাঁকালেও বিশ্বরেকর্ড হল না ধাওয়ানেরভারতীয় এ দল- ৪৩৩/৩ (ধাওয়ান ২৪৮, পুজারা ১০৯)

ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকালেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দেশের এ দলের হয়ে ১৫০ বলে ২৪৮ রান করে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ধাওয়ান। অবশ্য অল্পের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়া হল না দিল্লির এই ব্যাটসম্যানের। ত্রিদেশীয় এ দলের এই খেলায় ফাইনালে উঠতে হলে ভারতীয় এ দলকে জিততেই হবে। সেই ম্যাচে ৫০ ওভারে ভারত করল ৪৩৩ রান।

প্রিটোরিয়ায় আজ ধাওয়ান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বিস্ফোরক ইনিংসে মারলেন ৩০টা বাউন্ডারি আর ৭টা ওভার বাউন্ডারি।

ধাওয়ান ৩১ বলে পূর্ণ করলেন অর্ধ শতরান (8x4, 0x6)। শতরান পূর্ণ করলেন ৮৬ বলে (13x4, 0x6)। ১৫০ রান করলেন ১০৮ বলে (17x4, 3x6)। দ্বিশতরান করলেন ১৩২ বলে (24x4, 4x6)।

আর মাত্র ২০ রান করলেই প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে ফেলতেন শিখর। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বাধিক রান ইংল্যান্ডের আলি ব্রাউনের (২৬৮ রান, ২০০২ সালে সারের হয়ে গ্ল্যামারগানের বিরুদ্ধে)।

ফাইনালে জিতলে হলে এই ম্যাচে ভারতীয় এ দলকে জিততেই হবে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ধাওয়ানের সেরা ইনিংসগুলি

২৪৮ - ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে, প্রিটোরিয়া, ১২ অগাস্ট, ২০১৩

155* - Delhi v Haryana, Rohtak, February 17 2010

152 - India A v India B, Rajkot, September 30 2012

139* - Delhi v Punjan, Delhi, February 28 2008

131* - Delhi v Himachal Pradesh, Nadaun, January 13 2005

127 - India A v Holland A, Abu Dhabi, April 24 2006

126 - India Seniors v India B, Mumbai, February 8 2005

116 - India v Zimbabwe, Harare, July 26 2013

114 - India v South Africa, Cardiff, June 6 2013

109 - India Blue v India Green, Indore, October 10 2010

102* - India v West Indies, London, June 11 2013

100* - Delhi v Himachal Pradesh, New Delhi, March 6 2008






First Published: Monday, August 12, 2013, 17:32


comments powered by Disqus