Last Updated: June 6, 2013 17:42

ভারত-৩৩১/৭ (ধাওয়ান- ১১৪, রোহিত-৬৫, কোহলি- ৩১)
দক্ষিণ আফ্রিকা-৩০৫ ( পিটারসেন ৬৮, জাদেজা ২/৩১)
ভারত জয়ী ২৬ রানে। ম্যাচের সেরা-শিখর ধাওয়ান।
মাঠের বাইরের বিতর্কটা যেন ঘিয়ের কাজ করল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ভারতকে দেখে মনে হল খোঁচা খাওয়া বাঘ।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দারুণ জয় পেল ভারত। দক্ষিণ আফ্রিকাকে রানে হারিয়ে ধোনিরা শুধু ম্যাচটাই জিতলেন না, জেতালেন দেশের ক্রিকেটকেও। এই অনবদ্য জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন শিখর ধাওয়ান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে অভিষেক শতরান করলেন শিখর ধাওয়ান।
কার্ডিফে ধাওয়ান ঝড়ে বেসমাল হয়ে গেল স্টেইন হীন প্রোটিয়াসরা। ধাওয়ান মাত্র ৮৩ বলে শতরান পূর্ণ করেন। দিল্লির এই বিস্ফোরক ব্যাটসম্যান ব্যক্তিগত ১১৪রানে ডুমিনির বলে আউট হন। ওয়ানডে ক্রিকেটে ধাওয়ানের এটাই অভিষেক শতরান। ধাওয়ানকে যোগ্য সঙ্গত দেন রোহিত শর্মা। রোহিত করেন ৬৫ রান।
প্রথম ৩০ ওভারে ভারতের স্কোর ছিল ১৭৯ রান, হাতে ছিল ৯ উইকেট। তাই রানটা ৫০ ওভারে ৩৫০ টপকে যাওয়ার কথা। সেটা অবশ্য হল না। তবে ৩৩১ রানটাই যথেষ্ট হয়ে দাঁড়াল।
First Published: Thursday, June 6, 2013, 22:58