বিনা শর্তে জামিন পেলেন মুখ্যমন্ত্রীর `মাও-শিলাদিত্য`

বিনা শর্তে জামিন পেলেন মুখ্যমন্ত্রীর `মাও-শিলাদিত্য`

বিনা শর্তে জামিন পেলেন মুখ্যমন্ত্রীর `মাও-শিলাদিত্য`মাওবাদী তকমায় ১৪ দিন জেলে কাটানোর পর অবশেষে বিনা শর্তে জামিন পেলেন শিলাদিত্য চৌধুরী। বক্তিগত এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল মেদিনীপুর আদালত। ঝাড়গ্রাম আদালত থেকে মুক্তি না মেলায়, মেদিনীপুর জেলা আদালতে তাঁর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। আজ এই আদালতেই সেই জামিনের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করা হয়।

গত ৮ অগাস্ট বেলপাহাড়ির সভামঞ্চ থেকে শিলাদিত্য চৌধুরীকে `মাওবাদী` আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও আক্রমণাত্মক ভুমিকায় শিলাদিত্যকে সরাসরি মাওবাদী এজেন্ট বলে অভিহিত করেছিলেন। পুলিশ ১০ অগাস্ট গ্রেফতার করে এবং শিলাদিত্যর বিরুদ্ধে ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭ এবং ৫০৬ ধারায় মামলায় অভিযুক্ত করে। এর মধ্যে প্রথম ৩টি ধারা জামিন অযোগ্য এবং পরের দুটি জামিন যোগ্য। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা, প্রাণে মেরে ফেলার হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

কিন্তু ঘটনাস্থলে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছিল তা কিন্তু শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন। সেদিন নিরাপত্তাবেষ্টনীর বাইরেই ছিলেন শিলাদিত্য চৌধুরী। উপস্থিত সরকারি কর্মীদের গায়ে হাত তোলা বা মারধরের ঘটনা দূরে থাক, কোনও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ছবিও ধরা পড়েনি কোনও ক্যামেরায়। অর্থাত্‍ শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, সেই জনসভায় তেমন কিছুই ঘটেনি। বরং মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ পুলিসকর্মীরাই শিলাদিত্য চৌধুরীকে নিরাপত্তাবেষ্টনীর ভিতর দিয়ে মঞ্চের পিছন দিকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হয়ে পুলিস তাঁকে ছেড়েও দেয়।

First Published: Friday, August 24, 2012, 13:17


comments powered by Disqus